হাথুরুসিংহেকে ‘বাদ’ দিতে বিসিবিকে খোঁচা সাবেক তারকা পেসারের!
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতে সুপার এইটে উঠে বাংলাদেশ দল। সেমিফাইনালে যাওয়ার মিশনে হারে প্রথম দুই ম্যাচ। তবুও টাইগারদের সামনে সুবর্ণ সুযোগ ছিল শেষ চারে খেলার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমবারের মতো খেলতে বাংলাদেশ দলের দরকার ছিল একটা মাত্র জয়। তাও আফগানিস্তানের বিপক্ষে। লক্ষ্যও ছিল সহজ। কিন্তু বাংলাদেশ দল তো জিততেই পারেনি উল্টো লজ্জার পরাজয়ের স্বাদ পেয়েছে। শেষ পর্যন্ত সুপার এইটে কোনো প্রকার জয় ছাড়া দেশে ফিরতে হচ্ছে টাইগারদের।
আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটিতে জয় না পাওয়া সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট সমর্থকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, বোর্ড পরিচালক সবার দিকে আঙ্গুল উঠিয়েছে সমর্থকরা। রীতিমতো তাদের ধুয়ে দিচ্ছে অনেকেই।
এবার জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হোসেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে আঙ্গুল তুলেছেন। বিসিবিকে নিজের সাবেক এই কোচকে নিয়ে ভাবতেও বলেছেন রুবেল।
মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রুবেল লেখেন, ‘এখনই সময়… আমার মনে হয় ক্রিকেট বোর্ডের, কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ভাবা উচিত। নাথিং টু সে’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত