কম উপস্থিতি নিয়ে চলছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে। স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি খবই কম দেখা যাচ্ছে এখন পর্যন্ত। সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট চলার কথা থাকলেও ভোটারদের উপস্থিতি বিবেচনায় ভোটগ্রহণের সময় বাড়ানো হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
আজকের ভোটে মধ্যমপন্থি আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থি সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলির মধ্যে লড়াই হবে।
হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর বৃহস্পতিবার (২৮ জুন) দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দফার ভোটে কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে।
প্রথম দফার ভোটে পেজেশকিয়ান প্রায় ৪২.৫ শতাংশ ভোট নিয়ে শীর্ষে ছিলেন। তবে তা ম্যাজিক সংখ্যা স্পর্শ করতে ব্যর্থ হওয়ায় পূর্ণ জয় থেকে বাদ পড়েছিলেন। প্রায় ৩৮.৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন জালিলি।
মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া ইব্রাহিম রাইসিকে স্থলাভিষিক্ত করার দৌড়ে প্রথম দফার ভোটে মোট চারজন প্রতিদ্বন্দ্বি ছিলেন।
গত সপ্তাহের নির্বাচনে দেশটির ৬০ শতাংশেরও বেশি ভোটার অংশ নেওয়া থেকে বিরত ছিলেন। মোট ভোটারের উপস্থিতি ছিল ৪০ শতাংশ, যা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের ইতিহাসে যেকোনো প্রেসিডেন্ট নির্বাচনে সর্বনিম্ন।
ভোটারদের এই কম অংশগ্রহণকে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি অনাস্থা ভোট হিসেবে দেখছেন সমালোচকরা।
শনিবার ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তবে প্রাথমিক পরিসংখ্যান শিগগিরই প্রকাশ পেতে পারে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত