টাইব্রেকার শট মিস নিয়ে যা বললেন মেসি
বড় বাঁচা বেঁচে গেছে আর্জেন্টিনা। একটু পা হড়কালেই কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হতো বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মিনিটে গোল করে সমতায় ফেরে ইকুয়েডর। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি।
তবে আর্জেন্টিনার জন্য আরও একবার ত্রাতা হয়ে আসেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। টাইব্রেকারে পরপর দুটি অবিশ্বাস্য সেভে দলকে রক্ষা করেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।
টাইব্রেকার শট মিস করে নিজের ওপর বেশ বিরক্ত মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। আমি (দুই গোলকিপার) দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতে উঠে গেল।’
মার্টিনেজের প্রশংসা করে আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু (মার্টিনেজ) দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত