ট্রাম্পকে ‘ভাইস প্রেসিডেন্ট’ ডেকে আবারও বিপাকে বাইডেন

| আপডেট :  ১৩ জুলাই ২০২৪, ১২:০৭  | প্রকাশিত :  ১৩ জুলাই ২০২৪, ১২:০৭

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র এবং অভ্যন্তরীণ নীতির পক্ষে জোরাল বক্তব্য তুলে ধরে তিনি আরও চার বছর দায়িত্ব পালন করার সক্ষমতা নিয়ে প্রশ্ন নাকচ করে দেন।

তবে প্রশ্নোত্তরের শুরুতেই একটি উত্তর দেওয়ার সময় ভাইস প্রেসিডেন্টের নাম তার রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুলিয়ে ফেলেন। তিনি বলেন, ‘আমি ইতিহাসে আমার স্থানের জন্য এটা করছি না। আমি যে কাজ শুরু করেছি সেটা সম্পন্ন করার জন্য আছি।’

তিনি জোর দিয়ে বলেন ভোটারদের মধ্য তার শক্ত সমর্থন আছে। তিনি প্রতিযোগিতায় থাকবেন এবং জয়ী হবেন। তার চিন্তা-ভাবনার গতি থেমে যাচ্ছে বা মানসিক তীক্ষ্ণতার ক্ষয় হচ্ছে, এ ধরনের আলোচনা প্রেসিডেন্ট বাইডেন হোঁচট খাওয়া সত্ত্বেও নাকচ করে দেন। তবে বেশ কিছু আইনপ্রণেতা, তারকা এবং ডেমোক্রেট দলের গুরুত্বপূর্ণ নেতা তাকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।

তিনি বলেন, ‘আমার দিনের সময়সূচি একেবারে পরিপূর্ণ। আমি যদি ধীর হয়ে যাই এবং আমার কাজটা করতে না পারি, তাহলে সেটাই হবে ইঙ্গিত যে আমার কাজটা করা উচিত হবে না। কিন্তু সেরকম কোনো ইঙ্গিত এখনো নেই। একেবারেই না।’ খবর ভয়েজ অব আমেরিকার।

এদিন সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নকর্তা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিয়ে জিজ্ঞেস করেন। কিন্তু বাইডেন হ্যারিস আর ট্রাম্প গুলিয়ে ফেলে বলেন, ‘আমি ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাছাই করতাম না, যদি তিনি কোয়ালিফাইড না হতেন।’

বাইডেনের সংবাদ সম্মেলন চলার সময় ট্রাম্প তার সামাজিক নেটওয়ার্কে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন যেখানে বাইডেন বলছেন, ‘ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প।’ ট্রাম্প ব্যঙ্গ করে লেখেন, ‘দারুণ বলেছো, জো!’ এর আগে বাইডেনের প্রচারণা টিম নির্বাচনে বিজয়ের জন্য করণীয় নিয়ে একটি নতুন রোডম্যাপ প্রকাশ করে। সেখানে তারা ঘোষণা করে যে অন্য কোনো ডেমোক্রেট প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের চেয়ে ভালো করবে না।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত