অবসরে গেলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা

| আপডেট :  ১৫ জুলাই ২০২৪, ০৮:৩৮  | প্রকাশিত :  ১৫ জুলাই ২০২৪, ০৮:৩৮

সদ্য শেষ হওয়া ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানি ছিটকে পড়ার পরই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। আজ অবসরের ঘোষণা দিয়ে তা সত্যরূপে প্রমাণ করলেন। সোমবার (১৫ জুলাই) সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় মুলার বলেন, জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি।

সেপ্টেম্বরে ৩৫ বছরে পা রাখতে যাওয়া মুলার ভিডিও বার্তায় আরও বলেন, ১৪ বছর আগে জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার সময় এসব কোনো কিছুর স্বপ্ন দেখিনি। দেশের হয়ে খেলতে সব সময়ই গর্ববোধ করেছি। আমরা একসঙ্গে উপভোগ করেছি, দুঃখও ভাগ করেছি।

২০১০ সালে জার্মানির বয়সভিত্তিক দল থেকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মুলারের। এরপর ১৪ বছরের ক্যারিয়ারে জার্মানির হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার কৃতিত্ব দেখান মুলার। তার সামনে থাকা দু’জন হলেন কিংবদন্তি লোথার ম্যাথিউস (১৫০) ও মিরোস্লাভ ক্লোসা (১৩৭)।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত