উয়েফা নেশনস লিগ: শীর্ষে ইতালি, প্রথম জয় পেল ফ্রান্স
টানা দুই জয়ে উয়েফা নেশনস লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে ইতালি। ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের খেলায় ইসরায়েলকে ২-১ গোলে হারায় আজ্জুরিরা। আরেক ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স।
দুই ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে ইতালি টেবিলে সবার উপরে রয়েছে। আসরে প্রথম জয়ের মুখ দেখে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফ্রান্স। বেলজিয়াম ৩ পয়েন্ট পেলেও তৃতীয় ও সব ম্যাচ হারা ইসরায়েল টেবিলের তলানিতে অবস্থান করছে।
বোজসিক অ্যারেনায় সোমবার রাতে ম্যাচের ৩৮ মিনিটে ফেদেরিকো ডিমারকোর ক্রসে বল পেয়ে ডানপায়ে বল জালে জড়িয়ে ইতালিকে এগিয়ে নেন ডেভিড ফ্রাটেসি। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন মইসে কিন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে মোহাম্মদ আবু ফানী ইসরায়েলের হয়ে লক্ষ্যভেদ করলেও তা দলটির পরাজয় এড়াতে পারেনি।
এদিকে, ঘরের মাঠ গ্রুপমা স্টেডিয়ামে খেলার ২৯ মিনিটে ফ্রান্সকে লিড পাইয়ে দেন র্যানডাল কোলো মুয়ানি। ৫৭ মিনিটের মাথায় ওসমান ডেম্বেলে বাঁ-পায়ের শটে মিশানাভেদ করেন।
নেশনস লিগের অন্য ম্যাচে সাইপ্রাসকে ৪-০ গোলে উড়িয়ে দেই কসোভো। মন্টেগেগ্রোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে ওয়েলস। অস্ট্রিয়াকে ২-১ গোলে নরওয়ে এবং লিথুয়ানিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রোমানিয়া। স্লোভেনিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে কাজাখস্তান, আইসল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে তুরস্ক।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত