ভারতের সাবেক ক্রিকেটার বাছাই করলেন ‘ঠান্ডা মাথার’ একাদশ, আছেন এক বাংলাদেশিও

| আপডেট :  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭  | প্রকাশিত :  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭

ক্রিকেটারদের চোখে সর্বকালের ‘সেরা একাদশ’ গড়তে দেখা গিয়েছে। সংস্করণভেদে সেটা হয়ে থাকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটের। আর এসব একাদশ করে থাকেন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লষক ও বিভিন্ন সংবাদমাধ্যম কিংবা ভক্তরাও। তবে এবার অদ্ভূত এক একাদশ তৈরি করেছে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত। যার নাম তিনি দিয়েছে সর্বকালের সেরা ‘ঠান্ডা মাথার’ একাদশ। অথচ একাদশে থাকা কেউই বাস্তব জীবনে ঠান্ডা মাথার নয়। তাদেরকে ক্রিকেট বিশ্ব চেনে ‘মাথা গরম’ হিসেবেই। অদ্ভূত এই একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের একজন ক্রিকেটার।

শ্রীশান্ত তার তৈরি একাদশে নিজেকেও রেখেছেন। যার নিজের খেলোয়াড়ি জীবন ছিল বিতর্কিত। ফিক্সিংকাণ্ডে যিনি শাস্তিও পেয়েছেন। তার একাদশে নিজেসহ সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার রয়েছেন ভারতের। অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। ভারতের খেলাধুলাভিত্তিক অনলাইন পোর্টাল ‘স্পোর্টসকেডা’ এই একাদশটি প্রকাশ করেছে। মূলত ক্রিকেট মাঠে কিংবা মাঠের বাইরে কথা-কাজে, উদযাপনে, বোলিং-ব্যাটিংয়ে, তাদের শরীরী ভাষায় আক্রমণাত্মক একটা ভাব স্পষ্ট। কখনো প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তর্ক, কেউ আবার সতীর্থদেরও ছেড়ে কথা বলেননি।

শ্রীশান্তের এই একাদশে বাংলাদেশ থেকে জায়গা পাওয়া একমাত্র ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অলরাউন্ডারের মেজাজ হারানোর ঘটনা কম নয়। ২০১৪ সালে ম্যাচ চলার সময়ে ড্রেসিংরুম থেকে বেরিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একজনের দিকে তেড়ে গিয়ে পরে বিসিবির শাস্তি পেয়েছিলেন সাকিব। ২০১৮ নিদহাস ট্রফিতে সতীর্থদের মাঠ থেকে উঠে আসার ডাক অতঃপর ড্রেসিংরুমের কাচের দরজা ভেঙে ফেলা থেকে শুরু করে ২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে বিতর্কিত আম্পায়ারিংয়ের প্রতিবাদে স্টাম্পে লাথি মেরে পরে তা তুলে আছড়ে ফেলা, এমন ঘটনাই ঘটিয়েছেন সাকিব। ভক্তদের ভালোবাসার ‘অত্যাচারে’ অনেক সময় মেজাজ হারাতেও দেখা গেছে সাকিবকে। এ বছর ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে এক ভক্ত সেলফি তুলতে গেলে চড় মারতে যান এ অলরাউন্ডার।

শ্রীশান্তের একাদশে পাঁচ ভারতীয়রা হচ্ছে- সৌরভ গাঙ্গুলী, শ্রীশান্ত, গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও হরভজন সিং। রয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারও।

একাদশে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার রয়েছেন একজন করে ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিং, সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরন পোলার্ড ও প্রোটিয়া পেসার আন্দ্রে নেল। তবে অদ্ভুত ব্যাপার শ্রীশান্তের এই একাদশে নেই কোনো উইকেটরক্ষক! কেন নেই, কে জানে!

শ্রীশান্তের মাথা গরম একাদশ
গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), শহিদ আফ্রিদি, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, হরভজন সিং, শোয়েব আখতার, আন্দ্রে নেইল ও শ্রীশান্ত।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত