রাহুল-পান্তকে নিয়ে ভারতের একাদশ

| আপডেট :  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩  | প্রকাশিত :  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩

 

তিন টেস্টের ক্যারিয়ারে ৪ ইনিংসে ১৯০ রান করেছেন ধ্রুব জুরেল। গড় ৬৩.৩৩। ভারতের ক্রিকেটের ভবিষ্যত ধ্রুবতারা ২৩ বছরের এই ধ্রুব। কিন্তু ঋষভ পান্ত ফেরায় উইকেটরক্ষক এই ব্যাটারকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বসে কাটাতে হবে। তার মতো, বেঞ্চে বসতে হবে ২৬ বছরের ব্যাটার সরফরাজ খানকেও।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে সরফরাজ ও ধ্রুব দারুণ খেলেছেন। কিন্তু কেএল রাহুল এবং পান্ত জাতীয় দলে ফিরেছেন। গম্ভীর জানিয়েছেন, অভিজ্ঞতার বিবেচনায় তিনি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে রাহুল-পান্তকেই এগিয়ে রাখবেন।

চেন্নাইয়ে বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে নামার আগে সংবাদ সম্মেলন করেন গম্ভীর। সেখানে তিনি ধ্রুব ও সরফরাজের প্রশংসা করলেও রাহুল-পান্তকে খেলানোর পক্ষে, ‘আমি কাউকে বাদ দিচ্ছি না। কেবল ফিট হয় এমন ক্রিকেটার একাদশে রাখব। জুরেল অসাধারণ ক্রিকেটার, কিন্তু পান্ত যখন ফিরছে তখন তাকে অপেক্ষা করতে হবে। সরফরাজের ক্ষেত্রেও একই কথা বলব। সুযোগ আসবে, তার জন্য অপেক্ষা করতে হবে।’

চেন্নাই টেস্টে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলবে ভারত। অভিজ্ঞ রবিশচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে কুলদীপ যাদবের একাদশে থাকার সম্ভাবনা বেশি। জাসপ্রিত বুমরাহ খেলবেন। সঙ্গে আকাশ দ্বীপ নাকি মোহাম্মদ সিরাজ দেখার থাকবে সেটাই।

ভারতের সম্ভাব্য শুরুর একাদশ: রোহিত শর্মা, জশস্বী জয়সাওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবিশচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত