কেন চেন্নাই টেস্টে পিছিয়ে বাংলাদেশ, তাসকিনের জবাব
ভারতে টেস্ট সিরিজ শুরুর আগেই বল নিয়ে আলোচনা হয়েছিল। পাকিস্তানে কোকাবুরা বলে ইতিহাস গড়লেও ভারতে বাংলাদেশকে খেলতে হচ্ছে এসজি বলে। আর এটাই টেস্টে বাংলাদেশকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এ নিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘পাকিস্তান সিরিজে ওভারঅল ভালো খেলেছি, যে কারণে জিততে পেরেছি। এখানে একটু চ্যালেঞ্জিং কন্ডিশন, আবার এসজি বল। বলের কারণে এখানে ওরা একটু বাড়তি এডভান্টেজ পাচ্ছে। ছোট বেলা থেকে এসজি বলে খেলছে, এই বল নিয়ে ওরা আমাদের চেয়ে ভালো জানে। আমরা প্রথমে স্ট্রাগল করেছি, তাও ভালো ব্যাটিং করতে পারতাম। ব্যাটাররাও সেটা মানে। নতুন বলে একটু ভালো খেললে এতগুলো উইকেট যেত না। মিডল অর্ডারের জন্য নতুন বল চ্যালেঞ্জিং।’
আর ভারত মোটেও সহজ প্রতিপক্ষ নয়। ঘরের মাঠকে রীতিমত দুর্গ বানিয়ে রেখেছে তারা। গত এক দশকের নিজেদের মাঠে কেবল ৪ ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। সবমিলিয়ে (২০১২ থেকে) ঘরের মাঠে সবশেষ ১৭ সিরিজেই অপরাজিত ভারত।
তাই ভারতের শক্তিমত্তার বিষয়টি মনে করিয়ে দিয়ে তাসকিন বলেছেন, ‘হোম বা অ্যাওয়ে, ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। হোমে সবাই এডভান্টেজ নেয়। সামনে আমাদের হোম সিরিজ আছে, আমরাও হয়তো এভাবে ডমিনেট করব ইনশাআল্লাহ। পাকিস্তানের কন্ডিশন আর প্রতিপক্ষ একটু ভিন্ন ছিল। আমরাও ব্যাটিং-বোলিং ভালো করেছি।’
প্রসঙ্গত, দ্বিতীয় দিন শেষে ভারত এখন ৩০৮ রানে এগিয়ে। দলটির অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বলে দিয়েছেন, তৃতীয় দিনে কমপক্ষে আরও ১২০-১৫০ রান যোগ করতে চান তারা। সেক্ষেত্রে বাংলাদেশের রানপাহাড়ে চাপা পড়ার শঙ্কাই বাড়ছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত