ব্যাটারদের ব্যর্থতা ও সাকিবের ‘অদ্ভূত’ আউট নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

| আপডেট :  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২  | প্রকাশিত :  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২

 

দলের চাপের মুহূর্তে সাকিব আল হাসানের রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হওয়া দেখে অবাক নাজমুল আবেদীন ফাহিম। প্রতিপক্ষ পেসারদের ইনকামিং ডেলিভারিতে টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতাও দৃষ্টিকটু তার কাছে। এ নিয়ে কোচ কেন কাজ করছেন না, তা নিয়েও তুলেছেন প্রশ্ন।

পেস বোলারদের ইনকামিং ডেলিভারি বাংলাদেশের ব্যাটারদের জন্য যেনো দুঃস্বপ্নের মতো। বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন সাদমান, জাকির, মুমিনুলের বোল্ড হবার ধরন নতুন নয়। বারবার একই ভুলে আউট ব্যাটারদের টেকনিক্যাল সমস্যা বলে চিহ্নিত করেছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন। কেনো কোচ এ নিয়ে কাজ করছেন না তা নিয়েও আছে তার প্রশ্ন।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, আমি নিশ্চিত এটা নিয়ে কোচ হয়তো কাজ করছে। কিন্তু নিশ্চিত কোনো সমাধান হচ্ছে বলে মনে হচ্ছে না। আমি আশা করব খুব দ্রুত সমাধান খুঁজে পাওয়া যাবে। এটা যদি এভাবে চলতে থাকে তাহলে বিপক্ষ দল প্রতিবারই এটাকে টার্গেট করবে। আর আমাদের টপ অর্ডার ব্যর্থই হবে।

লিটন-সাকিবের আউটও ছিল দৃষ্টিকটু। বিশেষ করে সাকিবের রিভার্স সুইপ দেখে অবাক নাজমুল আবেদীন।

বিসিবি এ পরিচালক বলেন, যে যেখানে স্বাচ্ছন্দ্যবোধ করে সেটা সে অবশ্যই করতে পারে। আমার মনে হয় না সাকিবকে আমরা খুব বেশি এ ধরণের শট খেলতে দেখেছি।

চেন্নাইয়ের উইকেট এখনও ব্যাটিং ফ্রেন্ডলি। তারপরও রান করতে না পারার দায় পুরোটাই ব্যাটারদের দিয়েছেন এ নাজমুল আবেদীন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত