নিরবতা ভাঙলেন তাবিথ, বাফুফে সভাপতি প্রার্থী হচ্ছেন

অবশেষে নিরবতা ভাঙলেন তাবিথ আউয়াল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি প্রার্থী হতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন তিনি। আগামীকাল স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিক সেই ঘোষণাও দেবেন তিনি।
কাজী সালাউদ্দিন বাফুফে নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানানোর পরপরই তরফদার মোহাম্মদ রুহুল আমিন এই পদে নিজের প্রার্থীতার ঘোষণা দিয়েছেন।
পাশাপাশি তাবিথের নামও চাউর হয়েছিল। তবে বাফুফের সাবেক সহ সভাপতি এবং বিএনপির ব্যানারে ঢাকা উত্তরে মেয়র নির্বাচন করা তাবিথ এ ব্যপারে এতদিন আশ্চরযজনকভাবেই ছিলেন নীরব। অবশেষে আজ সে নিরবতা ভেঙেছেন তিনি। বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন জানিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।
এরই মধ্যে তরফদার রুহুল আমিনকে সমর্থন জানিয়েছেন সাবেক ফুটবল অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তাতেও তাবিথকে নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছিল। রুহুল আমিন তাঁকে নিজের প্যানেলে চেয়েছিলেন বলেও জানা যায়। অবশেষে তাবিথ নিজেই তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতায় নামতে যাচ্ছেন।
তাবিথের সঙ্গী কারা হচ্ছেন আগামীকাল হয়তো সেটিও অনেকটা পরিস্কার হয়ে যাবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত