খেলবে ধোনি, বিরাটকে বিক্রি: ইংল্যান্ড ক্রিকেটারের আজব দাবি
এমনটা হতে পারে! মহেন্দ্র সিং ধোনি খেলবেন, এ অবধি ঠিক আছে। ভাবুন তো বিরাট কোহলিকে ছেড়ে দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সফল ক্যাপ্টেন রোহিত শর্মা বেঞ্চে বসে থাকবেন! এমন আজব দাবিতে সমর্থকদের চক্ষু চড়কগাছ! আগামী আইপিএলে মেগা অকশন হবে। রিটেনশন পলিসি হয়তো জানা যাবে এ মাসের মধ্যেই। এরপরই নিজেদের মতো করে পরিকল্পনা গুছিয়ে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তার আগে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে একটি পডকাস্টে ইংল্যান্ডের কিংবদন্তি মাইকেল ভনের আলাপচারিতা সকলকে অবাক করেছে। কী বলছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার?
একটি পডকাস্টে মাইকেল ভন ও অ্যাডাম গিলক্রিস্টকে একটি কাল্পনিক পরিস্থিতি দেওয়া হয়েছিল। ধরে নেওয়া যাক, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা আইপিএলে এক টিমে খেলছেন। তা হলে মাইকেল ভন কী করবেন? নিজের পছন্দ নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘আমি মহেন্দ্র সিং ধোনিকে খেলাব। ওর চেয়ে বেটার কেউ নয়। বিরাট কোহলি টিমে থাকবে না। এমএস ধোনিই ক্যাপ্টেন এবং ও খেলবে।’
এমন সিদ্ধান্তের কারণ! সেটিও ব্যাখ্যা করেন মাইকেল ভন। প্লেয়ারদের আইপিএল রেকর্ড দেখেই এমন সিদ্ধান্ত! বলেন, ‘এর বাইরে কী হতে পারে? বিক্রির অপশন রয়েছে? তা হলে আমি বিরাটকে বিক্রি করে দেব। ওর থেকে মুক্তি পেতে চাইব। কারণ, ও একবারও আইপিএল জেতেনি। রোহিত ছ’বার আইপিএল জিতেছে। এমএস ধোনি? পাঁচ বার! সুতরাং আমি ধোনিকে খেলাব, বিরাটকে বিক্রি করে দেব। আর কী অপশন ছিল? রোহিত, ও ধোনির পরিবর্ত হিসেবে থাকবে।’
এর ফলে আর্থিক দিক থেকেও প্রচুর বিকল্প খোলা থাকবে, এমনটাও বলেন মাইকেল ভন। তাঁর মতে ‘বিরাটকে বিক্রি করলে বড় অঙ্কের টাকা পাওয়া যাবে। ও অন্য দলে গেলে বিশাল দর পাবে। ব্যবসাটা ভালোই বুঝি!’ অ্যাডাম গিলক্রিস্টও এই তিনজনের মধ্যে বাছতে গিয়ে অস্বস্তিতে পড়েন। সে কারণেই মাইকেল ভনের ভাবনাকেই ‘ঠিক’ বলে মেনে নেন!
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত