বিপিএলের ড্রাফট ও খেলা শুরু তারিখ জানালো বিসিবি

| আপডেট :  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪  | প্রকাশিত :  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪

 

আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি আসর শুরু হবে। এই আসরের জন্য ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবরের ১৬ তারিখ। বৃহস্পতিবার বিসিবি সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সভাতে বিপিএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিদের তালিকাতে বদল এসেছে। আগের তিনটি ফ্র্যাঞ্চাইজি বাদ পড়েছে। ফারুক আহমেদ জানান, আগের কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে থাকছে না। কয়েক আসর আগে খেলা রাজশাহী অবশ্য ফিরছে। আর নতুন ব্যবস্থাপনায় আসছে ঢাকা ও চট্টগ্রাম। ঢাকার নাম হতে পারে ঢাকা নবাব।

সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘বিপিএল নিয়ে আমরা অনেক আলাপ করেছি। এই আসরে আমাদের তিনটি দল অদল-বদল হয়েছে। নতুন যারা এসেছেন তাদের ইন্টারভিউ করেছি আমরা। তারা কেন বিপিএলে আসতে চায়, কেন বিনিয়োগ করতে চায়, সেসব বিষয় জানার চেষ্টা করেছি। তাদের একটাই দাবি ছিল বিপিএলে রেভিনিউ শেয়ার। আমরা তাদের বলেছি, এই মুহূর্তে সম্ভব না। তবে আমরা আগামী মৌসুম থেকে রেভিনিউ শেয়ারে যাবো।’

ফারুক আরও বলেছেন, ‘বিপিএল নিয়ে আলাপ করেছি (আজকের সভায়)। টিম ৯৫ শতাংশ কনফার্ম। দল ৩টা পরিবর্তন হয়েছে। নিয়মকানুনের কিছু ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। এরপর বিপিএলের ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত