কিছুক্ষণ পর মাঠে নামছে আর্জেন্টিনা, বিনামূল্যে দেখবেন যেভাবে

২০২২ সালে লিওনেল মেসির হাতধরে ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এরপর থেকে ফুটবলের সোনালী সময় চলছে আলবিসেলেস্তেদের। এই সুখস্মৃতির রেশ ধরে রেখে ফুটবসাল ফুটবলেও চলছে জয়ের রথ। ফুটসাল বিশ্বকাপের শেষ আসরে ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এবারও সেখান থেকেই যেন শুরু করেছে আলবিসেলেস্তেরা।
ফুটসাল বিশ্বকাপের ১০ম আসরে দুর্দান্ত গতিতে ছুটে চলছে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপ থেকে এবারের অংশ নিয়ে গ্রুপপর্বে শতভাড় জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আজ কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ফুটসাল ফুটবল দল। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ক্রোয়েশিয়া।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তারা শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে।
গ্রুপপর্বের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮টি গোল দেয় আর্জেন্টিনা ফুটসাল দল। গ্রুপপর্বে আফগানদের বিপক্ষে তেমন সুবিধা করতে না পারলেও বাকি দু’ম্যাচে দাপট দেখিয়েছে সাদা-আকাশীরা।
গ্রুপ ‘সি’ তে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭ গোলে উড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পায়। তৃতীয় ও শেষ ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে ৯-৫ গোলের জয় তুলে নিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করে দলটি।
এদিকে সুপার সিক্সটিনে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে। প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ২-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে ৮-১ গোলে পারজিত হয় ক্রোয়েটরা। তবে ডু অর ডাই ম্যাচে কিউবাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে।
ফুটসালের ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা চতুর্থ স্থানে অবস্থান করছে। সেখানে প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার অবস্থান ৪১তম স্থানে। গ্রুপপর্বের ৩ ম্যাচে আর্জেন্টিনা ৭ গোল হজম করে প্রতিপক্ষকে দিয়েছে ১৮টি গোল। তাই বলা যায় শক্তির বিচারে অনেক এগিয়ে মেসির দেশের ফুটসাল খেলোয়াড়রা।
আজকের ম্যাচটিতে জয় পেলেই শেষ আটে নাম লেখাবে আলবিসেলেস্তারা। অন্যদিকে হোঁচট খেলে বিদায় নিতে হবে তাদের। এমন ম্যাচটি দেখতে মুখিয়ে বিশ্বের আনাচে-কানাচে থাকা অগণিত আর্জেন্টাইন ভক্ত-সমর্থক। কিন্তু ম্যাচটি কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যাবে না। তবে ফিফা প্লাস ওয়েবসাইট বিনামূল্যে সম্প্রচার করবে ম্যাচটি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত