কানপুরে রেকর্ডের মালা গেঁথে ইনিংস ঘোষণা ভারতের
বেরসিক বৃষ্টিতে কানপুর টেস্টের আড়াই দিন নষ্ট হয়েছে। কিন্তু তাতেও নিজেদের লক্ষ্য থেকে সরে যেতে চাচ্ছে না ভারত। জয় পাওয়ার লক্ষ্যেই আজ টেস্টের চতুর্থ দিনে তাণ্ডব চালাচ্ছেন ভারতীয় ব্যাটাররা।
ব্যাটিং দেখে মনে হচ্ছে বৃষ্টির রাগটা বাংলাদেশের বোলারদের ওপর ঝাড়ছে ভারতীয় ব্যাটাররা।
তা না হলে কানপুরে রেকর্ডের মালা গাঁথায় ব্যস্ত থাকত না স্বাগতিকরা। টেস্টকে ধৈর্যর খেলা মনে করা হলেও ভারত যেন আজ তা বিশ্বাস করতে চাচ্ছে না। উইলোকে আজ তারা তরবারি বানিয়েছে।
১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা দেখা যায়নি তা করে দেখাচ্ছে ভারত।
একেক করে সব রেকর্ড ভেঙে দিয়ে নিজেদের নাম করছে। ক্রিকেটের দীর্ঘ সংস্করণে দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০ রানের সব রেকর্ড নিজেদের করে নিচ্ছে। রেকর্ড ভাঙা-গড়ার আভাসটা প্রথম ওভারেই দিয়েছেন যশস্বী জয়সোয়াল। হাসান মাহমুদের প্রথম ওভারে টানা তিন চার মেরে।
সেই শুরু এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে মারের মাত্রা আরো বেড়ে গেছে। জয়সোয়াল ও রোহিত শর্মার তাণ্ডবে প্রথম ৩ ওভারে ৫১ রান তুলে বিশ্বরেকর্ড গড়ে ভারত। এত কম বলে আর কোনো দল ৫০ কিংবা তার চেয়ে বেশি রান করতে পারেনি। পরে ধারাবাহিকতা বজায় রেখে ১০০, ১৫০, ২০০ ও ২৫০ রানের দ্রুততম রেকর্ডও নিজেদের করে নিয়েছে ভারত।
দলীয় ১০০ রানের রেকর্ড গড়তে নিজেদের রেকর্ডই ভেঙেছে ভারত।
২০২৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিল ভারত। যা এত দিন ছিল দ্রুততম। এবার ক্যারিবিয়ানদের মুক্তি দিয়ে বাংলাদেশকে বিব্রতকর রেকর্ড উপহার দিল স্বাগতিকরা। কানপুরে আজ ১০০ রান স্পর্শ করেছে মাত্র ৬১ বলে।
একইভাবে দেড় শ রানের রেকর্ডেও ওয়েস্ট ইন্ডিজ মুক্তি পেয়েছে। ১২৭ বলে তাদের বিপক্ষে দ্রুততম ১৫০ রানের রেকর্ড গড়েছিল ভারত। এবার বাংলাদেশের বিপক্ষে ১১০ বলে দেড় শ রান করে নতুন রেকর্ড গড়েছে ভারত।
এত দিন ২০০ রানের রেকর্ডের মালিক ছিল অস্ট্রেলিয়া। ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬৯ বলে সিডনিতে করেছিল তারা। এবার তাদের সেই রেকর্ড নিজের করে নিয়েছে ভারত। ১৪৮ বলে দ্রুততম ২০০ রানের রেকর্ড গড়েছে ভারত। বাদ যায়নি দ্রুততম ২৫০ রানের কীর্তিও।
২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে দ্রুততম আড়াই শর রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। ২০৪ বলে করা তাদের সেই রেকর্ড আজ ২১ বল বাকি থাকতেই ভেঙেছে ভারত। ১৮৩ বলে দ্রুততম ২৫০ রানের কীর্তি গড়েছেন রোহিত-বিরাট কোহলিরা।
ভারতের এত সব দ্রুততম রেকর্ড গড়ার পথে প্রথম ইনিংসে ফিফটি পেয়েছেন জয়সোয়াল ও লোকেশ রাহুল। ওপেনার জয়সোয়ালের ৭২ রানের বিপরীতে ৬৮ রানে করেছেন রাহুল। পরে ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত। বাংলাদেশের হয়ে ৪ টি করে উইকেট নিয়েছেন সাকিব-মিরাজ।
এতে করে ৫২ রানের লিড পেয়েছে ভারত। মমিনুল হকের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ২৩৩ রান। টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি করার পথে ১০৭ রানে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটার। ভারতের হয়ে ৩ উইকেট নিয়ে সেরা বোলার জাসপ্রিত বুমরাহ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত