বিদায় বেলায় সাকিবকে যে উপহার দিলেন কোহলি

| আপডেট :  ০১ অক্টোবর ২০২৪, ০৫:৫০  | প্রকাশিত :  ০১ অক্টোবর ২০২৪, ০৫:৫০

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে। টেস্টেও না দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ঘরের মাঠে চলতি মাসে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তাই ধারণা করা হচ্ছে কানপুর টেস্টই সাকিবের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ।

চেন্নাইয়ের পর কানপুর টেস্টেও হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে শেষবারের মতো লাল বলে বিরাট কোহলিরদের মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান। টেস্টে কোহলি ও সাকিবের এটাই শেষ দেখা।

সাকিব-কোহলি দুজনের রোমাঞ্চকর দ্বৈরথ শেষে টাইগার অলরাউন্ডারকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটার জটলা পাকিয়ে দাঁড়ান বাউন্ডারি লাইনের কাছে। তখনও ব্যাট হাতে ছুটছেন কোহলি, পরে দেখা যায় সেটি তিনি এনেছেন সাকিবের জন্য।

পরে নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন। বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় মাস্টার ব্লাস্টার। হয়তো ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিবকে, বাংলাদেশি তারকাও সহাস্যে তার জবাব দেন।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিক ভারত।

নিজের সম্ভাব্য শেষ টেস্টে ব্যাট হাতে কিছু দেখাতে পারেননি সাবেক অধিনায়ক সাকিব। দুই ইনিংসে আউট হয়ে যান যথাক্রমে ৯ ও ০ রানে। তবে বল হাতে প্রথম ইনিংসে দেখিয়েছেন ঝলক, শিকার করেন ৪ উইকেট।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত