লে-বা-ন-নে থাকা ৬০০ ভারতীয় সৈন্যের জীবন ঝুঁকিতে, দিল্লির উদ্বেগ প্রকাশ

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে লেবাননে থাকা সৈন্যদের ওপর ইসরায়েলের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে নয়া দিল্লি। কারণ দেশটিতে ভারতের ৬০০ সৈন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। এসব সৈন্যরা লেবানন এবং ইসরায়েলের সীমান্তের ১২০ কিলোমিটার ব্লু লাইনের মধ্যে দায়িত্ব পালন করছে। খবর ইন্ডিয়া টুডে
শুক্রবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ব্লু লাইনের নিরাপত্তা নিয়ে নয়া দিল্লি উদ্বেগের মধ্যে রয়েছে। এছাড়া পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, জাতিসংঘের নির্ধারিত নিরাপত্তা লাইনের প্রতি সবাইকে সচেতন থাকা উচিত এবং তাদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা উচিত।
গতকাল বৃহস্পতিবার লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষা মিশনের সদরদপ্তর নাকুরাতে হামলা চালায় ইসরায়েল বাহিনী। এরপরই ভারত এক বিবৃতির মাধ্যমে তাদের সৈন্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
ওই হামলায় শান্তিরক্ষা মিশনের দুই সদস্য আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে তারা গুরুতরভাবে আহত হয়নি।
হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েলের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করছে।
এদিকে হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষা মিশনের সদস্যদের পার্শ্ববর্তী এলাকা থেকে অপারেশন চালিয়ে যাচ্ছে এবং ইউএনআইএফআইএল এর সঙ্গে যোগাযোগ রাখছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত