কেরাণীগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৯  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৯

ইস্পাহানী ইমরান কেরাণীগঞ্জ, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার সকালে শাক্তা ইউনিয়নের বন্যা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন স্থানীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান রিপন। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বক্তব্যে তিনি বলেন, “যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। যুবকরাই দেশের শক্তি এবং যুব সমাজই দেশের উন্নয়নের চাবিকাঠি।” যুব সমাজকে মাদকমুক্ত থাকার এবং দেশের সুরক্ষা ও উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মো. মনির হোসেন মিনু, সহ-সভাপতি শামীম হাজী, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ আরও অনেকে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্য বক্তারা যুব সমাজের গুরুত্ব ও তাদের ভূমিকা নিয়ে মতামত ব্যক্ত করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত