নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নোচে কেমন ভোট পেলেন হ্যারিস ও ট্রাম্প

| আপডেট :  ০৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৪  | প্রকাশিত :  ০৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৪

নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নোচ শহরে মধ্যরাতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রথম সরাসরি ভোটে সমান ভোট পেয়েছেন কামলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।

এবারের নির্বাচনে শহরটির মোট ছয়জন নিবন্ধিত ভোটার নিজেদের ভোট প্রদান করেন। প্রথম সরাসরি ভোট এই কেন্দ্রেই অনুষ্ঠিত হয়েছে। অন্যত্র এখনও ভোট শুরু হয়নি।

ডিক্সভিল নোচের ঐতিহ্য অনুযায়ী, মধ্যরাত ১২টায় ভোট কেন্দ্র খোলা হয় এবং মাত্র সাত মিনিটের মধ্যেই ভোট শেষ হয়। এতে হ্যারিস ও ট্রাম্প উভয়েই তিনটি করে ভোট পেয়েছেন।

প্রথা অনুযায়ী, ভোটাররা কাঠের বাক্সে নিজেদের ভোট প্রদান করেন এবং কয়েক মিনিটের মধ্যেই ফলাফল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের সাধারণ নির্বাচনে এই শহরের পাঁচটি ভোটই জো বাইডেন পেয়েছিলেন। এছাড়া, নিউ হ্যাম্পশায়ারের ২০২৪ সালের রিপাবলিকান প্রাইমারিতে সাবেক জাতিসংঘ রাষ্ট্রদূত নিকি হ্যালি সবগুলো ভোট পেলেও ট্রাম্প একটি ভোটও পাননি।

সূত্র: এনবিসি নিউজ

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত