কমলার পরাজয়ে, বাইডেনকে দুষছেন ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিপক্ষ ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে বেশ ভালো ব্যবধানে পরাজিত করেছেন তিনি। তবে কমলার পরাজয়ে হতবাক পার্টির ডেমোক্র্যাট দলের কর্মকর্তারা। এমনকি ভোটার ও সমর্থকরাও। বুধবার (৬ নভেম্বর) সকালে ফলাফল প্রায় নিশ্চিত হওয়ার পর থেকে ক্ষোভ এবং আত্মসমালোচনা করতে দেখা গেছে ডেমোক্র্যাটদের। কমলার পরাজয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেই দুষছেন অনেকে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
মাত্র তিন মাসের কিছু বেশি সময় আগে নির্বাচনি দৌঁড়ে নামা হ্যারিসের তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ের সুযোগ কমই ছিল। কিন্তু হ্যারিসের পরাজয়ের ধরনে কিছু ডেমোক্র্যাট দলের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলেছেন।
ট্রাম্পের মামলাগুলোর ভবিষ্যৎ কি?ট্রাম্পের মামলাগুলোর ভবিষ্যৎ কি?
বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেন মানসিক সক্ষমতা নিয়ে যে মিথ্যাচার করেছেন, তার সমালোচনা করেছেন সমর্থক ও কর্মীরা।
এক ডেমোক্র্যাট দাতা প্রশ্ন করেছেন, ‘জো বাইডেন কেন এতদিন ধরে অবস্থান ধরে রেখেছিলেন? কেন তিনি আরও আগে সরে দাঁড়াননি?’
৮১ বছর বয়সী বাইডেন ব্যক্তিগতভাবে মনে করেন, তিনি একমাত্র ডেমোক্র্যাট যিনি ট্রাম্পকে পরাজিত করতে পারবেন এবং প্রকাশ্যে বলেছিলেন যে তিনি আরও চার বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম। জুলাইয়ে দৌড় থেকে সরে দাঁড়ানোর সময় তিনি বলেছিলেন,এটি আমার পার্টি এবং দেশের সর্বোত্তম স্বার্থে।
হ্যারিসের প্রচার শিবির মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং হোয়াইট হাউজও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্যে সাড়া দেয়নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত