বিএনপিকে গতিশীল করতে বাস্তা ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত

| আপডেট :  ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫০  | প্রকাশিত :  ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫০

ইস্পাহানী ইমরান: কেরানীগঞ্জ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও গতিশীল করার লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

সভায় প্রধান বক্তা ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসমাইল হোসেন জাকির এবং শ্রমবিষয়ক সম্পাদক হাজী আতাউর রহমান হীরা।

সভায় সভাপতিত্ব করেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপন, শ্রম বিষয়ক সম্পাদক আলমগীর খান, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, বাস্তা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী বিল্লাল এবং ঢাকা জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সুমন রেজা সাগর।

ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান। তিনি বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। ঐক্যই আমাদের শক্তি, আর জনগণের সমর্থনই আমাদের বিজয়ের চাবিকাঠি।”

সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত