কেরানীগঞ্জে বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

| আপডেট :  ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪০  | প্রকাশিত :  ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪০

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ রিজয়ান, কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) মনীষা রানী কর্মকার, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহানুর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সাত্তার, কেরানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. অ গনি এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সভাপতির বক্তব্যে ইউএনও রিনাত ফৌজিয়া বলেন, “এবার শহীদ দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় এবং সবার অংশগ্রহণে সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করা হবে। গণহত্যায় শহীদদের পরিবারের সদস্যদেরও সম্মানিত করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।”

তিনি আরও জানান, বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বিজয় মেলার আয়োজন করা হবে।

উল্লেখ্য, সভায় উপস্থিত সকলে মহান বিজয় দিবস উদযাপনে তাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত