কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীতে শীতের কেনাবেচার ধুম
ইস্পাহানী ইমরান কেরানীগঞ্জ শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীর ব্যবসায়ীরা। ঢাকার উপকণ্ঠে অবস্থিত এই বৃহৎ গার্মেন্টস পল্লী এখন জমজমাট। ব্যবসায়ীদের ব্যস্ততা যেমন বেড়েছে, তেমনি ক্রেতাদের ভিড়েও পূর্ণ হয়েছে পুরো এলাকা।
গার্মেন্টস পল্লীর ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও শীতের মৌসুমকে সামনে রেখে তারা বিভিন্ন ধরনের শীতের পোশাক প্রস্তুত করেছেন। সস্তা দামে মানসম্মত পণ্য পাওয়া যায় বলে কেরানীগঞ্জের এই পল্লী ক্রেতাদের কাছে খুবই জনপ্রিয়। এখানে সোয়েটার, জ্যাকেট, শাল, টুপি, মাফলারসহ নানা ধরনের শীতের পোশাক পাওয়া যাচ্ছে।
এখানকার ব্যবসায়ীরা জানান, “এবার শীত একটু আগেই শুরু হয়েছে, তাই আমাদের বেচাকেনাও দ্রুত গতিতে চলছে। পাইকারি ও খুচরা উভয় বাজারেই বিক্রি ভালো হচ্ছে।”
কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর ক্রেতারা বলেন, “এখানে দামে সাশ্রয়ী ও মানের দিকে ভালো পণ্য পাওয়া যায়। তাই প্রতিবার শীতকালে এখান থেকে কেনাকাটা করি।”
পল্লীর দোকানদার ও শ্রমিকরা আশা করছেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বিক্রিও আরও বৃদ্ধি পাবে। বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এই গার্মেন্টস পল্লীতে এসে কেনাকাটা করছেন, যা এই অঞ্চলের ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল করেছে।
শীতের শুরুতেই জমে উঠা এই বেচাকেনা কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর ব্যবসায়ীদের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে দেখা দিয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত