কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ৫

| আপডেট :  ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৩  | প্রকাশিত :  ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৩

ইস্পাহানী ইমরান কেরানীগঞ্জ: কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের তালেপুর-রসুলপুর গ্রামে আওয়ামী লীগ নেতা এসোমিয়ার বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৪) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামবাসীর সন্দেহ হলে তারা এসোমিয়ার বাড়িতে অভিযান চালায় এবং সেখানে ৩৬ বস্তা বিস্ফোরক দ্রব্যসহ বোমা তৈরির সরঞ্জাম খুঁজে পান। এসময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কলাতিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জের মাধ্যমে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ বাড়িতে সন্দেহজনক কার্যক্রম চলছিল। স্থানীয়দের অভিযোগ, এসোমিয়ার সঙ্গে একটি সন্ত্রাসী চক্রের যোগাযোগ থাকতে পারে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তবে এগুলো বিস্ফোরক দ্রব্য কিনা নিশ্চিত নন তিনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বোমা তৈরির সরঞ্জামগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ধরনের কার্যকলাপের কঠোর তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত