কেরানীগঞ্জে প্রধান শিক্ষকসহ পরিবারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন, যান চলাচলে ভোগান্তি
ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, পরিবারতন্ত্র এবং নানা অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে।
রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর আঞ্চলিক রাস্তা অবরোধ করে।
দাবি আদায়ের আশ্বাস না পাওয়ায় বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত তারা মূল সড়ক বন্ধ করে রাখে, ফলে দক্ষিণ বঙ্গের সাথে রাজধানীর যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সড়ক অবরোধের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল শুরু হলেও শিক্ষার্থীদের লাঠিচার্জের অভিযোগ এনে তারা আবারও সড়ক অবরোধ করে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুনসুর আহমেদ এবং তার মেয়ে তাসলিমা আক্তার দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিকে নিজেদের প্রভাবের আওতায় পরিচালনা করছেন। শিক্ষার্থীদের দাবি, তাসলিমা আক্তার একজন দপ্তরি হয়েও শিক্ষকদের উপর কর্তৃত্ব করেন। ইউপি চেয়ারম্যানের আত্মীয় হওয়ায় প্রধান শিক্ষক ও তার পরিবারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে সাহস পান না অভিভাবকরা।
এ বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণের সহকারী কমিশনার রইছ আল রেজোয়ান বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আমরা সবসময় তাদের পাশে আছি। অভিযোগের সুষ্ঠু তদন্ত চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কাজ করছে।”
সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, রাত ৭টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগের নিষ্পত্তি না হলে আন্দোলন চলমান থাকবে বলে জানা গেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত