শরীফ মোহাম্মদ মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে ফ্রি- মেডিকেল ক্যাম্প

| আপডেট :  ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৪  | প্রকাশিত :  ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৪

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ভাওয়ারবিটি গ্রামে শরীফ মোহাম্মদ মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এই ক্যাম্পে শিশু, গাইনি, ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন।

বিশেষ করে, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষরা এমন উদ্যোগের মাধ্যমে সহজেই চিকিৎসা সেবা পাচ্ছেন।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার নাদিয়া শরীফ লিজা জানান, স্বাস্থ্যসেবার এই উদ্যোগটি এলাকার মানুষের জন্য নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রমের আশা প্রকাশ করেছেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরীফ মোঃ মহিউদ্দিন মেমোরিয়াল ক্লাব এর সভাপতি আলমগীর হোসেন তুহিন, সমাজ সেবক আয়নাল হক, ডা: আবুল কালাম, রাতুল আহমেদ, মেহেদী সহ এলাকার যুবসমাজ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত