বোর্ডের প্রস্তাব পেলে পূর্ণ মেয়াদে নেতৃত্ব দিতে আগ্রহী লিটন
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর করতে পারেনি তিন ফরম্যাটে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে টেস্ট ও ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ আর টি-টোয়েন্টিতে লিটন দাস। সংক্ষিপ্ততম ফরম্যাটের নেতৃত্ব পেয়ে বাজিমাত করেছেন লিটন।
শেষ টি-টোয়েন্টির আগে অবশ্য গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটনের ক্যাপ্টেন্সির প্রশংসায় ছিলেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। শেষ পর্যন্ত লিটনের অধীনেই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এমন দুর্দান্ত সাফল্যের পর পূর্ণ মেয়াদে অধিনায়কত্বের ভারও কাঁধে নিতে আগ্রহী লিটন।
কদিন আগেই জানা গিয়েছিল, নেতৃত্ব থেকে সরে যেতে চান শান্ত। তবে শেষ পর্যন্ত তাকে রাজি করায় বিসিবি। তাই এখন নতুন করে লিটনকে নিয়ে ভাবার সময় এসেছে বিসিবির সামনে।
আর বিসিবি যদি এই দায়িত্বটা স্থায়ীভাবে দিতে চায় লিটনকে, এক্ষেত্রে তার ভাবনা কী— এমন প্রশ্নে লিটন বলেন, বিসিবি যদি আমাকে দায়িত্ব দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নিই, বোলাররাও তাদের স্কিল দেখাচ্ছে। এতে মাঠে আমার কাজ অনেকটাই সহজ হয়ে যায়।
দলের প্রশংসায় লিটন বলেন, ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ডে খুব ভালো দল। আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্সড ব্যাটিং। বলব না খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক। আমরাই যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি আমাদের বোলারদের স্কিল বাড়ছে, প্রতি ম্যাচেই নিজে থেকে দায়িত্ব নিচ্ছে, ফিল্ড নিজে থেকে সাজাচ্ছে, অনেক কিছু শিখছে। এটা ভালো ইঙ্গিত। আমার কাজ সহজ হয়ে যায়।
উল্লেখ্য, এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টিতে একই ব্যবধানে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। দু’দলের টেস্ট সিরিজটি অবশ্য ১-১ ব্যবধানে ড্র হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত