বিসিবির সভা আজ, আলোচনায় সাকিব-মুশফিকদের কেন্দ্রীয় চুক্তি

| আপডেট :  ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৬  | প্রকাশিত :  ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৬

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে আগামীকাল সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ। পরিচালনা পরিষদের ১৫ তম সভায় নানা ধরনের আলোচনায় হবে। তবে আলোচ্য বিষয় সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়। শোনা যাচ্ছে বিপিএল ছাড়াও সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের কেন্দ্রীয় চুক্তির বিষয় থাকছে আগামীকাল।

বিসিবির সভার বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক। তিনি বলেছেন, ‘আগামীকাল বিকেল ৩টায় বোর্ড মিটিং ডাকা হয়েছে। আমরা চিঠি পেয়েছি। তবে ঠিক কী নিয়ে আলোচনা হবে এটা নিশ্চিত করে বলতে পারছি না।

সর্বশেষ কয়েকটি বোর্ড মিটিংয়ের আগে আমরা এজেন্ডা জানতাম না। এবারও তেমনি। আগামীকাল মিটিংয়ে জানা যাবে কী কী বিষয়ে আলোচনা হবে।’
যদিও জানা গেছে কাল বিপিএলের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।

একই সঙ্গে আলোচনায় থাকবে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় জাতীয় দলের হয়ে শুধু ওয়ানডে খেলবেন সাকিব। কিন্তু সরকার বদলের পর থেকে এই সংস্করণেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন বছরে তাই কেন্দ্রীয় চুক্তিতে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার থাকবেন কিনা তা কাল ঠিক হবে।
একইভাবে মুশফিকের বিষয়টি আলোচনায় থাকছে।

শোনা যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির পরেই ওয়ানডে থেকে অবসর নিতে পারেন উইকেটরক্ষক ব্যাটার। তাই যদি সত্যি হয় তাহলে কেন্দ্রীয় চুক্তিতে তার মেয়াদ কেমন হতে পারে সে নিয়েও আলোচনা হবে। তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা না ফেরার জল্পনা কল্পনারও অবসান হতে পারে আগামীকাল।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত