কেরানীগঞ্জে টোল প্লাজায় বাসের ধাক্কায় ৬ জন নিহতের ঘটনার বাস চালক গ্রেফতার
ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: রাজধানীর সায়দাবাদ থেকে পটুয়াখালীগামী বেপারী পরিবহনের একটি বাসের বেপরোয়া গতির কারণে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ মোট ৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার আজ শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল সোয়া ১০টায় বেপারী পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৫১৭০) ৬০ জন যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বাসটির চালক নুরুদ্দিন দ্রুত গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকেন। পরবর্তীতে সকাল ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য অপেক্ষমাণ একটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেল কে বাসটি চাপা দেয়।
এ ঘটনায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন এবং মোটরসাইকেলে থাকা মা ও শিশু নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব জানায়, চালক নুরুদ্দিন পেশাগত জীবনে গত ১০ বছর ধরে বাস, ট্রাক ও মিনিবাস চালিয়ে আসছিলেন। তার ড্রাইভিং লাইসেন্সটি দুই বছর ধরে মেয়াদোত্তীর্ণ ছিল, এবং দুর্ঘটনাকবলিত বাসটির কোনো ফিটনেস সনদ ছিল না।
দুর্ঘটনার পর নুরুদ্দিন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি গ্রামে তার ফুফাতো বোনের বাড়িতে আশ্রয় নেন। পরে র্যাব তাকে সেখান থেকে গ্রেফতার করে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী চালক এবং পরিবহন মালিকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত