ঢাকা ক্যাপিটালে লিটনের দায়িত্ব কী জানালেন ক্যাপ্টেন পেরেরা
কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। ব্যাট হাতে রানের দেখা না পেলেও নেতৃত্বগুণে কুড়িয়েছেন প্রশংসা।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) লিটনের কাঁধে ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বের ভার উঠবে এমন কিছু অনুমিতই ছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ অধিয়াক হিসেবে বেছে নেয় লঙ্কান অভিজ্ঞ ক্রিকেটার থিসারা পেরেরাকে। নেতৃত্ব পেয়ে পেরেরা জানিয়েছেন লিটনকে দেয়া হয়েছে অ্যাংকরের দায়িত্ব!
“আমি একটা কথা বলতে পারি লিটন আমাদের ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা ক্রিকেটার। ব্যাটিং-বোলিং ইউনিট হিসেবে এই মুহূর্তে সবকিছুই ঠিক আছে। লিটনকে অ্যাংকরের ভূমিকা দেয়া হয়েছে।”
রোববার (২৯ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পেরেরা। এ সময় লিটনের পড়তি ফর্ম নিয়েও কথা হয়। এর মধ্যে তাকে দেওয়া হয়েছে বিপর্যয়ের মুহুর্তে দলকে রক্ষা করা তথা অ্যাংকরের দায়িত্ব।
“আমরা সবাই জানি, লিটন আমাদের দলের জন্য কতোটা গুরুত্বপূর্ণ। সে যদি রান করে তাহলে আমরা এগিয়ে থাকব। আমরা সবাইকেই সমর্থন দেয়ার চেষ্টা করব। বিশেষ কর লিটনকে, সে অতীতেও দারুণ করেছে। আমরা কেউই ফেইল করতে চাই না।”
কে অধিনায়ক হচ্ছে এ সব নিয়ে দলের কেউ ভাবছেন না, “ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কী হয় সেটা আমরা সবাই জানি। অধিনায়কত্ব এখানে শুধুই লেভেল। প্লেয়ার হিসেবে আমরা সবাই অধিনায়কত্ব শিখি। তাই আমরা ভাবছি না কে আমাদের অধিনায়ক, কে সিনিয়র প্লেয়ার, কে জুনিয়র প্লেয়ার। আমরা আমাদের ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে নেই। এটা শুধুই একটা লেভেল। অধিনায়ক কে বা কে সিনিয়র ক্রিকেটার, এটা নিয়ে আমরা ভাবছি না।”
৩০ ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা। পেরেরার বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ আসর থেকে ২০২৩ পর্যন্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ৭৬ ম্যাচ। রান করেছেন ১০১৮টি। স্ট্রাইকরেট ১৪৮.৮৩। লম্বা সময় ধরে খেলার কারণে অধিকাংশ ক্রিকেটার চেনাজানা। নেতৃত্ব দিতে বিষয়টি কাজে লাগবে এই লঙ্কান ক্রিকেটারের।
“আমি শেষ বেশ কয়েকটি বিপিএলে খেলেছি। স্থানীয় ক্রিকেটারদের অনেকেই আমার সঙ্গে খেলেছে। তাই আমি জানি তাদের কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং সেরাটা বের করে আনতে হয়। এই দলে আন্তর্জাতিক ক্রিকেটাররা কিছুটা অপরিচিত, হয়ত ওরা ওদের জাতীয় দলের হয়ে খেলে না, কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করে থাকে। এজন্যই আমরা তাদের নিয়েছি। আর স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আমরা সেরাদেরই বেছে নিয়েছি।”
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত