জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন তামিম,
দরজায় কড়া নাড়ছে বিপিএল। প্রথমদিনে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের এই তারকাকে পেয়ে স্বভাবতই সামনে আসে জাতীয় দলের প্রসঙ্গ।
দেড় বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম। খেলা হয়নি বিশ্বকাপ। সামনে আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে তিনি খেলবেন কি না, জাতীয় দলে তার ভবিষ্যৎ কী—এসব প্রশ্নে সোজাসাপটা জবাব দেন দেশসেরা এই ওপেনার। তামিম জানান, এই বিষয়ে তার সঙ্গে কেউ আলোচনা করেনি।
তামিম বলেন, ‘এই মুহূর্তে বিপিএলের জন্য তৈরি হচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সঙ্গে কোনো আলোচনা হয়েছে, না আমি কারও সঙ্গে আলোচনা করেছি। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তাভাবনা নেই। বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। টুর্নামেন্টটা উপভোগ করছি, এ কারণে এই সিজন খেলছি। উপভোগ করাটা খুব জরুরি। জানি না, বিপিএলে সামনের সিজনেও খেলব কি না।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত