টি–টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড কোহলির, যেখানে আছেন তামিম–মুশফিকও

| আপডেট :  ২৫ এপ্রিল ২০২৫, ০৭:১৫  | প্রকাশিত :  ২৫ এপ্রিল ২০২৫, ০৭:১৫

বেঙ্গালুরুর চিন্মাস্বামী স্টেডিয়ামে গতকাল আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১১ রানের জয়ে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন বিরাট কোহলি। এর মধ্য দিয়ে টি–টোয়েন্টিতে একটি ভেন্যুতে সবচেয়ে বেশি ফিফটির বিশ্ব রেকর্ডও গড়লেন বেঙ্গালুরু তারকা।

৩২ বলে ফিফটি তুলে নেন কোহলি। চিন্মাস্বামী স্টেডিয়ামে স্বীকৃত টি–টোয়েন্টিতে এটি তাঁর ২৬তম ফিফটি। এই ইনিংসের আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের। নটিংহামের ট্রেন্ট ব্রিজে টি–টোয়েন্টিতে ইংল্যান্ডের সাবেক এই ওপেনারের ফিফটি ২৫টি।

চিন্মাস্বামীতে টি–টোয়েন্টিতে চারটি সেঞ্চুরিও আছে কোহলি। সব মিলিয়ে এই স্টেডিয়ামে টি–টোয়েন্টিতে ১০৫ ইনিংসে ২৬টি ফিফটি ও ৪টি সেঞ্চুরি কোহলির। ট্রেন্ট ব্রিজে ১০৯ ইনিংসে ২৫টি ফিফটি ও ২টি সেঞ্চুরি হেলসের। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টি–টোয়েন্টিতে এক ভেন্যুতে রান, ফিফটি, সেঞ্চুরি ও গড়ে কোহলিই সবার ওপরে।

টি–টোয়েন্টিতে এক ভেন্যুতে সর্বোচ্চ ফিফটির তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশের একজনও আছেন, তামিম ইকবাল। দ্বিতীয় হেলস ও চতুর্থ তামিমের মাঝে তৃতীয় স্থানও আরেক ইংলিশের। জেমস ভিন্স। সাউদাম্পটনের রোজবোল স্টেডিয়ামে ১০৬ ইনিংসে ২৪টি ফিফটি ও ২টি সেঞ্চুরি তাঁর।

চতুর্থ তামিম শেরেবাংলা স্টেডিয়ামে টি–টোয়েন্টি ১১০ ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন। ২৩টি ফিফটির পাশাপাশি এ স্টেডিয়ামে তাঁর ২টি সেঞ্চুরিও আছে। পাঁচে ইংল্যান্ডের সাবেক ওপেনার জেসন রয়। লন্ডনে কেনিংটন ওভালে ৭৯ ইনিংসে ২১ ফিফটি ও ২টি সেঞ্চুরি আছে রয়ের।

এই তালিকায় শীর্ষ দশে আছেন আরও এক বাংলাদেশি ব্যাটসম্যান। মুশফিকুর রহিম। শেরেবাংলা স্টেডিয়ামে ১৩৬টি টি–টোয়েন্টি ইনিংসে ২০ ফিফটি নিয়ে ছয়ে মুশফিক। বাবর আজম, রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নারের মতো তারকারা এ তালিকায় মুশফিকের চেয়ে পিছিয়ে।

করাচি স্টেডিয়ামে ৪৫ ইনিংসে ১৮ ফিফটি ও ১টি সেঞ্চুরি করা বাবর সাতে। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮৯ ইনিংসে রোহিত শর্মা ১৮টি ফিফটি ও ১টি সেঞ্চুরি পেয়েছেন। বাবর ও রোহিতের ফিফটির সংখ্যা সমান হলেও বাবরের ইনিংসের সংখ্যা কম হওয়ায় তিনি সাতে ও রোহিত আটে। হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩৫ ইনিংসে ১৬টি ফিফটি ও ৩ সেঞ্চুরি নিয়ে নয়ে ওয়ার্নার। ইংল্যান্ডের অ্যাডাম লিথ লিডসে হেডিংলি স্টেডিয়ামে ৮৪ ইনিংসে ১৬ ফিফটি ও ১টি সেঞ্চুরি নিয়ে তালিকার দশে। ওয়ার্নারের সমান ফিফটি পেলেও ইনিংসের সংখ্যা বেশি হওয়ায় দশে লিথ।

কোহলি গতকাল রেকর্ড বইয়ের আরেকটি পাতায় এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন। সেটি টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসের তালিকা, যেখানে ১০৯টি ফিফটি ও ৮টি সেঞ্চুরি মিলিয়ে মোট ১১৭টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা ওয়ার্নার শীর্ষে। গতকালের ৭০ রানের ইনিংসটি খেলে কোহলি এই তালিকায় ক্রিস গেইলকে তিনে ঠেলে দুইয়ে উঠে এলেন। ১০২টি ফিফটি ও ৯টি সেঞ্চুরি করা কোহলির পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসের সংখ্যা ১১১টি। ১১০টি পঞ্চাশোর্ধ্ব (৮৮ ফিফটি ও ২২ সেঞ্চুরি) রানের ইনিংস নিয়ে তিনে গেইল।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত