টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত, আলোচনায় যাদের নাম

| আপডেট :  ০২ জানুয়ারি ২০২৫, ১২:০১  | প্রকাশিত :  ০২ জানুয়ারি ২০২৫, ১২:০১

 

নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা গেল অক্টোবরেই শোনা গেছিল। এবার পাকাপাকি হলো। তবে সব ফরম্যাটে নয়। অধিনায়ত্ব ছাড়ছেন টি-টোয়েন্টি থেকে।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, শান্ত চূড়ান্তভাবেই বিসিবিকে জানিয়ে দিয়েছেন যে, তিনি আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন না। গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার ১১ মাসের মাথায় এই সিদ্ধান্ত নিলেন তিনি।

বিসিবি সভাপতি ফারুক আহমেদও কাল এই তথ্য নিশ্চিত করে বলেছেন, শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি।

তবে বিসিবি যদি চায়, টেস্ট এবং ওয়ানডেতে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত। তার সঙ্গে সম্মতি জানিয়েছে বিসিবিও। অর্থাৎ, আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে নাজমুল বাংলাদেশের অধিনায়ক থাকছেন না। বিসিবি সভাপতি বলেছেন, ‘যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে।

সেভাবেই কথা হয়েছে।’

তবে শান্তর অধিনায়কত্ব ছাড়াতে নতুন করে আলোচনায় এসেছে কে হচ্ছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। ফারুক জানিয়েছেন, ‘যেহেতু আপাতত আমাদের টি–টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না।’ তবে নতুন অধিনায়কের নাম অলিখিতভাবে ঠিক হয়ে আছে। লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে ৩–০-তে টি-টোয়েন্টি সিরিজ জিতে আসার পর বিসিবির জন্যও সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়ে গেছে।

সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশের পরবর্তী টি–টোয়েন্টি সিরিজে লিটনই নামবেন টস করতে।

আলোচনায় আছে মেহেদি হাসান মিরাজও। তবে টি-টোয়েন্টি দলে মিরাজের জায়গাটা কখনো পাকাপোক্ত না হওয়ায় সেটা না-ও হতে পারে। তাসকিন আহমেদও কয়েকদিন আগে অধিনায়কত্ব করার ইচ্ছার কথা জানিয়েছিল। তবে তাসকিন চোটপ্রবণ। মাঝেমধ্যেই তাকে বিশ্রাম দিতে হয়। সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাসকিনও তাই বিসিবির ভাবনায় নেই।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত