মেসি–রোনালদো–নেইমারদের পরবর্তী গন্তব্য নিয়ে সরগরম নতুন বছর

| আপডেট :  ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯  | প্রকাশিত :  ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫

 

দলবদলের বাজারে নেলসন ম্যান্ডেলার বিখ্যাত মন্তব্য ‘শুধু মুক্ত মানুষই আলোচনায় বসতে পারে, বন্দীরা কখনো চুক্তি করতে পারে না’ বেশ প্রাসঙ্গিক। ক্লাব ফুটবলের জগতে চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা যেন একেকজন বন্দীর মতো। তবে চুক্তির শেষ ছয় মাস তাদের মুক্তি পাওয়ার সময়, নতুন ঠিকানা খুঁজে নেয়ার সুযোগ।

২০২৫ সাল হতে যাচ্ছে একটি বিশেষ বছর, কারণ এই বছর অনেক বড় নামের চুক্তি শেষ হচ্ছে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, মোহাম্মদ সালাহ, কেভিন ডি ব্রুইনা, ভার্জিল ফন ডাইকসহ আরও অনেক তারকা ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

রোনালদো
৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগে খেলছেন। তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে। ফুটবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া এই তারকা চুক্তি নবায়ন করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

মেসি
৩৭ বছরের মেসি বর্তমানে ইন্টার মায়ামিতে খেলছেন। তার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের লিগটি ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত চলে। বিশ্বকাপের সময়সূচির কথা মাথায় রেখে মেসি হয়তো মায়ামিতেই থেকে যেতে পারেন।

নেইমার
নেইমার বর্তমানে আল হিলালের খেলোয়াড় হলেও চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। আল হিলাল ছাড়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। তার পরবর্তী গন্তব্য হতে পারে ইন্টার মায়ামি বা ব্রাজিলের কোনো ক্লাব।

সালাহ ও অন্যান্যরা
মোহাম্মদ সালাহর চুক্তি জুনে শেষ হচ্ছে। আল হিলাল ও আল ইত্তিহাদ তাকে নেয়ার জন্য আগ্রহী। সালাহ ছাড়াও লিভারপুলের ভার্জিল ফন ডাইক এবং ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের দলবদলের সম্ভাবনা জোরালো।

ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারের চুক্তি শেষ হচ্ছে জুনে। তার খেলার ধার কমেছে এবং তিনি চোটপ্রবণ হয়ে পড়েছেন, তাই নতুন কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

তরুণদের দিকে নজর
দলবদলের তালিকায় তরুণ খেলোয়াড়রাও আছেন। যেমন লেরয় সানে, জশুয়া কিমিখ, সন হিউ মিন, জোনাথন ডেভিড, আলফানসো ডেভিস। তবে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন মেসি, রোনালদো এবং নেইমার।

২০২৫ সালের দলবদলের মৌসুম ফুটবলবিশ্বের জন্য অনেক উত্তেজনা ও আলোচনার জন্ম দেবে। বড় নামগুলোর নতুন গন্তব্যের অপেক্ষায় থাকবে পুরো ফুটবলবিশ্ব।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত