রংপুরের বিপক্ষে চোট পাওয়া মুশফিকের সবশেষ আপডেট জানালো বরিশাল
রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। চোট পাওয়ার পর তাকে আর মাঠে দেখা যায়নি। তবে ফরচুন বরিশালের পক্ষ থেকে ভক্তদের জন্য সুখবর জানানো হয়েছে যে, মুশফিকের সেই চোট গুরুতর নয়। তিনি পরবর্তী ম্যাচে খেলতে পারবেন।
প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি মুশফিক। দুর্বার রাজশাহীর বিপক্ষে ১৫ রান করা এই ব্যাটার রংপুরের বিপক্ষে আউট হয়েছেন ১৩ রানে। তবে তৃতীয় ম্যাচে তার জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।
রংপুরের বিপক্ষে ম্যাচ শেষে ফরচুন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল নিশ্চিত করেছেন, মুশফিক পরবর্তী ম্যাচের জন্য ফিট আছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আপনারা তো জানেন ওর আঙুলে ইনজুরি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে।
আগামী ৬ জানুয়ারি সিলেটে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। সেই ম্যাচে মুশফিক খেলবেন কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে কোচ বাবুল জানান, হ্যাঁ, খেলবে।
উল্লেখ্য, মুশফিকের আঙুলের চোট নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে এটি বেশ কয়েকবার দেখা গেছে। কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় একই ধরনের চোট পেয়েছিলেন মুশফিক। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে ব্যথা পেয়েছিলেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার।
মুশফিকের দ্রুত সুস্থতা ও মাঠে ফেরার বিষয়টি বরিশাল দলের জন্য যেমন স্বস্তির, তেমনি ভক্তদের জন্যও আশার আলো।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত