এসব আনাড়ি ক্রিকেটার কোত্থেকে জোটালেন সুজন?

| আপডেট :  ১১ জানুয়ারি ২০২৫, ১০:০৯  | প্রকাশিত :  ১১ জানুয়ারি ২০২৫, ১০:০৯

চার-ছক্কার ঝড়, তারকাখচিত সব দল আর টাকার ওড়াওড়ি- ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বলতে এসবকেই বোঝায়। কিন্তু বিপিএলের সঙ্গে কোনো কিছুই যেন মেলে না। এখানে নেই কোনো আন্তর্জাতিক সুপারস্টার, টাকা-পয়সা নিয়ে ঝামেলা হয় প্রতিবারই। এবার চার-ছক্কা বাড়াতে উইকেটগুলো পরিবর্তন করা হয়েছে, কমানো হয়েছে বাউন্ডারি সীমানা। তারপরও বিপিএলের মলিনতা ঘুচছে না।

এবারের বিপিএলে নেই দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। নেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। এই দুজনের নামে নিয়মিতই স্লোগান শোনা যায় গ্যালারিতে। বিদেশি তারকা বলতে কেউ নেই বললেই চলে। প্লে অফে ওঠা দলগুলো দুই-এক ম্যাচের জন্য টি-টোয়েন্টির সুপারস্টারদের আনার চেষ্টা করে। বাকিটা সময় টুর্নামেন্ট চালানো হয় আনাড়ি কিছু ক্রিকেটার দিয়ে।

যেমন ধরুন শুবম রঞ্জন। ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার মেজর ক্রিকেট লিগে ১২ ম্যাচে মাত্র ১৫১ রান করেছেন। বোলিং করার সুযোগ পেয়েছেন মাত্র এক ওভার। তাকেই বিপিএলে ৪ ওভার করে বোলিং করাচ্ছে টানা ছয় ম্যাচ হারা ঢাকা ক্যাপিটালস! গতকাল শুক্রবার সিলেট বনাম ঢাকার ম্যাচে এই বোলার তার বল পিচেই রাখতে পারছিলেন না! এমন আনাড়ি বোলারকে কীভাবে দলে নিলেন খালেদ মাহমুদ সুজন?

ঢাকার আরেক বোলার আফগানিস্তানের ফারমানউল্লাহ। আফগানিস্তান ‘এ’ দলে খেলা এই অল-রাউন্ডার তার দেশের বাইরে কোনো ম্যাচই খেলেননি! ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া উইলিয়াম বেসিস্ট তার দেশের ঘরোয়া ক্রিকেটে সুযোগ পাচ্ছিলেন না। সর্বশেষ ৪ বছর তিনি কোনো স্বীকৃত টুর্নামেন্টেও খেলেননি। তাকেও সুযোগ করে দিয়েছে ঢাকা ক্যাপিটালস!

খালেদ মাহমুদ সুজনের দলে আরেক আফগান হলেন আমির হামজা, যিনি ২০২১ সালের পর থেকে আফগানিস্তানের প্রিমিয়ার লিগ ছাড়া আর কিছুই খেলেননি! আরেক অচেনা ক্রিকেটার ইংল্যান্ডের স্টিভেন এসকিনেজি। এই ভদ্রলোক অবশ্য শতাধিক স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, কিন্তু তিনি রীতিমতো অচেনা। এভাবেই আনাড়ি সব ক্রিকেটারদের ঠাঁই দিচ্ছে বিপিএল। তারপরও ম্যাচ জিততে চান খালেদ মাহমুদ?

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত