তিন দল নিয়ে নারী বিপিএল, কবে থেকে শুরু

| আপডেট :  ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৭  | প্রকাশিত :  ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৭

ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০। বৃহস্পতিবার চট্টগ্রামে বিসিবি পরিচালকদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেন সভাপতি ফারুক আহমেদ। তিনটি দল নিয়ে প্রথম বিপিএল আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

ছেলেদের বিপিএল থেকে তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিতে পারে বলে জানান হাবিবুল বাশার। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল নীতিগতভাবে নারী বিপিএলে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় দলটি বাইরে থেকেও হতে পারে।

পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টিকে মাথায় রেখে নারীদের জন্য একটি বিপিএল করা যায় কিনা, সেটি নিয়ে চিন্তাভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’

তিনি জানান, ছেলেদের বিপিএল শেষ হলে মাঠে গড়াবে নারী বিপিএল। একজন করে বিদেশি ক্রিকেটার খেলবে প্রতিটি দলে। ৮ থেকে ৯ দিনের লিগে সাতটি ম্যাচ হবে ফাইনালসহ। প্রথম আসর হওয়ায় তিন দল নিয়ে খেলার সিদ্ধান্ত। দেশি ক্রিকেটারদের সুযোগ বেশি দিতে বিদেশি একজন বলে জানান নারী ক্রিকেটের প্রধান বাশার।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত