‘ব্যাকআপ নেই, ভাঙাচোরা দল নিয়ে খেলতে হচ্ছে’- আক্ষেপ আরিফুলের

বিপিএলের শুরু থেকেই সিলেট স্ট্রাইকার্স শক্তিমত্তায় কিছুটা পিছিয়ে ছিল। টুর্নামেন্ট যত এগিয়েছে, দলটির সমস্যাও ততই বেড়েছে। এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, একাদশ গঠন করাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খুলনা টাইগার্সের বিপক্ষে হারের পর সিলেটের অধিনায়ক আরিফুল হক এমনই হতাশা প্রকাশ করেছেন।
সিলেটের স্কোয়াডে থাকা চার উইকেটকিপারই ফিটনেস সমস্যায় ভুগছেন। ফলে গতকাল ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াতে হয়েছে রনি তালুকদারকে। এ বিষয়ে আরিফুল বলেন, ‘আমাদের দলে চারজন উইকেটকিপার রয়েছে। কিন্তু তাদের কেউই ফিট না থাকায় রনিকে দিয়ে কিপিং করাতে হচ্ছে। জাকের আলির পিঠে সমস্যা, জাকিরের হাঁটুতে চোট, আর মানজির আঙুলেও চোট লেগেছে। তাদের কারও কিপিং করার মতো অবস্থা নেই।’
বোলিং বিভাগের অবস্থাও বেশ করুণ। এ নিয়ে আরিফুল বলেন, ‘আমাদের মূল বোলার তানজিম হাসানের হাঁটুতে সমস্যা। চট্টগ্রামে তাকে পাইনি। নাহিদকে খেলানোর পরিকল্পনা করলেও তারও পিঠে চোট লেগেছে। একসঙ্গে এত সমস্যায় পড়েছি যে ১১ জন নিয়ে মাঠে নামাই এখন কঠিন হয়ে গেছে।’
সিলেটের বিদেশি তারকা রাকিম কর্নওয়ালের পুরো মৌসুম খেলার কথা থাকলেও ইনজুরির কারণে মাঝপথেই দেশে ফিরে গেছেন। এই প্রসঙ্গে আরিফুল বলেন, ‘আমাদের দল যেন চোটের অভয়ারণ্য হয়ে উঠেছে। এখন আর কোনো ব্যাকআপ খেলোয়াড় নেই। পুরো ভাঙাচোরা দল নিয়েই খেলতে হচ্ছে।’
বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে সিলেট। ঢাকায় ফিরে শেষ তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস। চোটজর্জর দল নিয়ে সিলেট স্ট্রাইকার্সের জন্য এই তিন ম্যাচ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত