জুলাই অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ চলছে

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা রাজধানীর শাহবাগ এলাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে তারা এখানে অবস্থান নেন।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতেবিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। রোববার তারা দিনভর আগারগাঁও ও শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন।
এদিন সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। রাত ৭টা ৩৯ মিনিটে হোটেল ইন্টার কন্টিনেন্টালারের সামনে পৌঁছান তারা।
বাধা পেয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা
বাধা পেয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা
সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিরা
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত