দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণের অভিযোগ

| আপডেট :  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২  | প্রকাশিত :  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাপুরের করেরগাঁও এলাকায় শত বছরের একটি সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, ক্ষমতাসীন দলের এক নেতা প্রভাব খাটিয়ে আইন অমান্য করে এ কাজ করছেন।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেম্বার আশকর আলী ও তার ছেলে তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী আজগর খালটি ভরাট করে রাস্তা তৈরি করছেন।

স্থানীয় কৃষক রমিজ উদ্দিন বলেন, “কেরানীগঞ্জের কৃষিজমি ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আবার সরকারি খাল ভরাট করা হচ্ছে। এতে সেচব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।”

তবে আশকর আলী বলেন, “এই খালে দীর্ঘদিন ধরে পানি প্রবাহ বন্ধ। তাই নিজের জমির জন্য রাস্তা নির্মাণ করছি। যদি প্রশাসনের কোনো বাধা আসে, তাহলে কাজ বন্ধ রাখব।”

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া বলেন, “কৃষকের ফসল রক্ষার জন্য পানি নিষ্কাশন নিশ্চিত করতে হবে। অবৈধভাবে খাল ভরাটকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত এই অবৈধ খাল ভরাট বন্ধ করা হোক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত