কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন

| আপডেট :  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৬  | প্রকাশিত :  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৬

 

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহীন আহমেদকে আহ্বায়ক এবং আজকের পত্রিকার প্রতিনিধি শ্রাবণী কবির অ্যামিকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া, যুগ্ম আহ্বায়ক হিসেবে আতিক হাসান শুভ এবং সদস্য হিসেবে রবিউল ইসলাম রেজা ও পার্থ সাহা দায়িত্ব পেয়েছেন।

এর আগে, সংগঠনের কার্যনির্বাহী পরিষদ কমিটির মেয়াদ শেষ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে পুরনো কমিটি বিলুপ্ত করা হয়। নতুন আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানানো হয়েছে।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত