বসন্তের আগমনে রঙিন প্রকৃতি, আজ পহেলা ফাল্গুন

| আপডেট :  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৯  | প্রকাশিত :  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৯

ইস্পাহানী ইমরান, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি: প্রকৃতির বুকে নতুন প্রাণের সঞ্চার নিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। চারদিকে রঙের বাহার, ফুলের সুবাস আর পাখির কিচিরমিচিরে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি।

শীতের বিদায়ের সাথে সাথে ফাল্গুনের সোনালি আলোয় ভরে উঠেছে নগরী। বসন্তের আগমনে তরুণ-তরুণীরা বাসন্তী রঙের পোশাকে সেজে উঠেছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও বাহাদুর শাহ পার্কে চলছে বর্ণিল বসন্ত উৎসব, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে ঋতুরাজকে বরণ করে নিচ্ছেন উৎসবপ্রেমীরা।

বসন্ত মানেই ভালোবাসার উৎসব। তাই আজ ভালোবাসা দিবসও। প্রেমিক-প্রেমিকারা হাতে ফুল আর উপহার নিয়ে ছুটছেন প্রিয়জনের কাছে।

প্রকৃতির নতুন রূপ শুধু রঙিন পোশাকে নয়, মানুষের মনেও নতুন আশার সঞ্চার ঘটায়। তাই ‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত’– কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই চিরন্তন পঙক্তির মতোই বসন্তের আগমনে চারপাশ জেগে উঠেছে আনন্দে, উৎসবে ও ভালোবাসায়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত