শেখ হাসিনার বিচার না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না

| আপডেট :  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩০  | প্রকাশিত :  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩০

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে না পারলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। হাসিনাসহ তার দলের সকল দোষী ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনা হবে। তাদেরকে আইনের মুখোমুখি করা হবে।

ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আরও কর্মী নিতে আমিরাতের প্রতি আহ্বানভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আরও কর্মী নিতে আমিরাতের প্রতি আহ্বান
প্রধান উপদেষ্টা বলেন, ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি। তাই আমরা আশা করছি, আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাদের বিচারের আওতায় আনব। এটা করতে হবে, না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, ভারতকে নোটিশ পাঠিয়েছি তারা যেন হাসিনাকে ফেরত দেন। জাতিসংঘের হাইকমিশনারের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদনসহ আমাদের কাছে হাসিনার মানবাধিকার লঙ্ঘনের প্রচুর প্রমাণ রয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ যে রিপোর্ট পেশ করেছে তা হাসিনার সকল কাজের একটি সাক্ষ্য। এর বাইরেও হাসিনা কী কী করেছেন তার প্রচুর প্রমাণ আমাদের কাছে রয়েছে।

দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, গত বছর গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তার পতনের পর গত বছরের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। ১৫ বছরের বেশি সময় বাংলাদেশকে এককভাবে শাসন করেন শেখ হাসিনা। গত বছরের জুলাই-আগস্টে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন দমন করতে পুলিশ এবং সমর্থকদের ব্যবহার করেন তিনি। এতে প্রায় এক হাজার ৪০০ জন নিহত হন। আহত হন ১১ হাজারের বেশি মানুষ। পরে ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নেন হাসিনা। এখন তিনি সেখানেই আছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত