‘সাকিবের কল্যাণে’ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যে পরিমাণ অর্থ পকেটে পুরছে বাংলাদেশ

| আপডেট :  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১  | প্রকাশিত :  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১

ভারতের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অনেক নাটকীয়তার জন্ম দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউটের শিকার করে বাংলাদেশকে জেতান সাকিব আল হাসান।তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। সেই সাকিব অবশ্য এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাননি; তবে তার কল্যাণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটা অংকের অর্থ পকেটে পুরছে বাংলাদেশ দল।

১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাওয়া র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ দলের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে মোট ৩টি ম্যাচ নির্ধারিত আছে বাংলাদেশসহ প্রতিটি দলের জন্য। যেখানে একটি ম্যাচে জয় পেলেও মিলবে মোটা অংকের টাকা। যেই প্রাইজমানি আজ ঘোষণা দিয়েছে আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করার পুরস্কার স্বরূপ প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি টাকার অংকে ১ কোটি ৫১ লাখ টাকারও বেশি। এছাড়াও গ্রুপপর্বে কোন ম্যাচ জিতলে তার জন্য ৩৪ হাজার ডলার পাবে বাংলাদেশ।

এর বাইরে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব মিলিয়ে মোট ৬.৯ মিলিয়ন ডলার প্রাইজমানি হিসেবে ব্যয় করতে যাচ্ছে আইসিসি।

৯ মার্চ ফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল শিরোপা ছাড়াও নগদ অর্থ হিসেবে পাবে ২.২৪ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকার অংকে যা ২৭ কোটি টাকারও বেশি। এরপর রানার্সআপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার।

বড় অংকের প্রাইজমানি থাকছে সেমিফাইনাল নিশ্চিত করা দলের জন্যও। সেমিফাইনাল থেকে যেই দুদল বাদ পড়বে; সেই দুদল পাবে ৫ লাখ ৫৬ হাজার মার্কিন ডলার।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ৮টি দল দুটি ভাগে ভাগ হয়ে গ্রুপপর্ব খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। আর এক্ষেত্রে প্রতিটি ম্যাচ জয়ের জন্য একটি দল পাবে ৩৪ হাজার ডলার। এছাড়াও পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। এরপর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার।

অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতলেও বেশ মোটা অংকের টাকা নিয়েই দেশে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল। কেননা, অষ্টম স্থানে দলও পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। যা বাংলাদেশের প্রতিটি জয়ে আরও বাড়বে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত