কেরানীগঞ্জের আবদুল্লাহপুরে অবৈধ দোকানপাটের বিরুদ্ধে অভিযান

| আপডেট :  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪  | প্রকাশিত :  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুলাপুর বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অবৈধ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তিনটি মামলা দায়ের করা হয়।

অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল। এ সময় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

ইউএনও রিনাত ফৌজিয়া জানান, সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত