বিপিএল ফিক্সিং সন্দেহে নাম, ডিপিএলে দল পাচ্ছেন না বিজয়

| আপডেট :  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৭  | প্রকাশিত :  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৭

ঢাকা প্রিমিয়ার লিগ ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার এনামুল হক বিজয়। লিস্ট এ মর্যাদা পাবার পর, ডিপিএলে তার চেয়ে বেশি রান ও সেঞ্চুরি করতে পারেনি আর কোনো ক্রিকেটার। ২০২২ সালে প্রাইম ব্যাংকের হয়ে ১১৩৮ রান করেছিলেন এই ব্যাটার । লিস্ট এ টুর্নামেন্টের নির্দিষ্ট আসরে যা বিশ্বরেকর্ড। গত দুই মৌসুমে আবাহনীকে চ্যাম্পিয়ন করার কাণ্ডারিও তিনি।

অবাক করা হলেও সত্যি, এনামুল বিজয় এবার প্রিমিয়ার লিগে দল পাচ্ছেন না। শেষ পর্যন্ত পাবেন কিনা তা নিশ্চিত নয়। শীর্ষ ক্লাবগুলোর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে, জানিয়েছেন, বিপিএল ফিক্সিং সন্দেহে নাম আসায় বিজয়ের উপর আস্থা রাখতে পারছেন না তারা।

পরিচয় গোপন রাখার শর্তে এক ক্লাব কর্মকর্তা বলেন, ‌‘আমি বলতেছি না যে বিজয় দোষী বা হইতে পারে। অফিসিয়াল হোক, আনঅফিসিয়াল হোক একটা সমস্যা থাকতে পারে। তাই ওই ব্যাপারে আমরা রিক্স নিচ্ছি না।’

যদিও ফিক্সিং ইস্যুর প্রভাব নয়, ক্লাবগুলোর বাজেট স্বল্পতা, দল না পাওয়ার কারণ বলে মনে করেন এনামুল বিজয়।

উইকেট রক্ষক ব্যাটার বলেন, ‘ডিপিএলে দল পাওয়া নিয়ে কোনো আপডেট নেই। শুনতেছি এবার বাজেট কম সবার। যদিও আমি জানি না।’

শুরুতে, বিপিএল-এর বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি রাজশাহীর অধিনায়ক ছিলেন। গণমাধ্যমে উঠে আসা সন্দেহজনক ক্রিকেটারদের তালিকায় আছে বিজয়ের নাম। এর সূত্র ধরে স্বাধীন তদন্ত কমিটি করে বিসিবি।

প্রায় একই অবস্থা বিপিএলে সিলেটের অধিনায়কত্ব করা আরিফুল হকের। গেলবার খেলেছিলেন ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে। এবার খেলার কথা ছিলো প্রাইম ব্যাংকে। হঠাৎ তিনিসহ বেশ কজনকে ছাড়াই, নতুন করে দল সাজিয়েছে প্রাইম ব্যাংক। তার প্রতিও আগ্রহ নেই ক্লাবগুলোর।

আরিফুল হক বলেন, ‘আমি ছয় মাস আগে প্রাইম ব্যাংকে সাইন করেছিলাম। বিপিএলের সময় তারা বলতেছে আমরা সব প্লেয়ারকে ছেড়ে দিচ্ছ। তাই আমরা যারা ছিলাম, আমরা একটু বিপদে পড়ে গেছি। এখন ওদের (ক্লাব মালিক) সিদ্ধান্ত। তারা কাকে নিবে নিবে না। কিন্তু আমার মনে হয় সবার কমিটমেন্ট ঠিক রাখা উচিত।’

এবার বাজেট সঙ্কটে বেশিরভাগ ক্লাব। তাই পারিশ্রমিক ব্যপক কমে যাওয়ায়, পরিচিত কয়েকজন ক্রিকেটার শেষ পর্যস্ত দল নাও পেতে পারেন। ২২ ও ২৩ ফেব্রুয়ারি দলবদলের আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত