শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে বিদায় করে টিকে রইলো আফগানিস্তান

১৪০ রানে ৪ উইকেট খুইয়েছিল আফগানিস্তান। ৩২৬ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড ৪ উইকেট হারায় ১৩৩ রানে। কাছাকাছি একই পরিস্থিতিতে আফগানদের টেনে তুলতে রেকর্ড ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। আর দলকে জয়ের কক্ষপথে ধরে রাখতে সেঞ্চুরি করেন জো রুট। লাহোরে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে আফগানিস্তানই। ৮ রানে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে আফগানরা। অন্যদিকে এই হারে বিদায় নিশ্চিত হয়েছে ইংলিশদের।
দলীয় ১৯ রানে ফিল সল্ট (১২) ও ৩০ রানে জেমি স্মিথ (৯) ফিরে গিয়েছিলেন। এরপর দলীয় সেঞ্চুরির আগেই ফিরে যান ডাকেট (৩৮)। তখন আফগানদের উচ্ছ্বাস দেখে কে! তখন উইকেটে ছিলেন জো রুট। অনেক বিপর্যয়েই ইংল্যান্ডের ত্রাতা হয়ে ওঠা রুট ইংল্যান্ডকে টানলেন এদিনও। ১১টি চার ও ১টি ছয়ে ১১১ বলে করলেন ১২০ রান। ওমরজাইয়ের শিকার হওয়ার আগে গড়ে জয়ের পথে এগিয়ে দিলেন ইংল্যান্ডকে। তবে বাকি কাজটা আর সেরে আসতে পারেননি জেমি ওভারটন (৩২) ও জফরা আর্চার (১৪)। জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৩ রান। ইংল্যান্ড তুলতে পারে মাত্র ৪ রান। বল হাতে সবচেয়ে সফল ওমরজাই; ৫৮ রানে নিয়েছেন ৫ উইকেট।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত