সেমিফাইনালে নামার আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

| আপডেট :  ০৩ মার্চ ২০২৫, ০২:১১  | প্রকাশিত :  ০৩ মার্চ ২০২৫, ০২:১১

 

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ, ভারতের বিপক্ষে জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর সপ্তাহ খানেকের লম্বা বিরতি পেয়েছিল রোহিত শর্মারা। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে জয় নিয়েই অপরাজিত থেকে সেমিতে পাড়ি দিয়েছে টিম ইন্ডিয়া। স্বল্প পুঁজির ম্যাচে জয়ের দিনে নিজেদের প্রতিপক্ষকে পেয়েছে ভারত।

আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে গিল-কোহলিরা। তবে এর আগেই খারাপ খবর ভারতীয় শিবিরে। রোহিত শর্মাদের ম্যানেজার আর দেবরাজ তড়িঘড়ি করে দুবাই থেকে দেশে ফিরেছেন। হুট করে মা হারিয়েছেন এই ম্যানেজার।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিবের দায়িত্ব পালন করছেন দেবরাজ। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের ম্যানেজারও তিনি। সেই দেবরাজের মা কমলেশ্বরী রামচন্দ্র হঠাৎ মারা গিয়েছেন। সেই খবর দুবাইয়ে পৌঁছনোর পরেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন দেবরাজ।

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি জগনমোহন রাও জানিয়েছেন, সোমবার সকালে হায়দরাবাদ পৌঁছছেন দেবরাজ। সোমবারই তাঁর মায়ের শেষকৃত্য হবে। এই কঠিন সময়ে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সকলে তাঁর পাশে রয়েছেন বলে জানিয়েছেন জগনমোহন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত