গুম-খুনের শিকার ও চব্বিশের শহীদ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন তারেক রহমান

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুনের শিকার ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও তাদেরকে ‘ঈদ উপহার’ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
রাজধানী ঢাকার গুলশানে লেকশোর হোটেলে ‘ঈদ উপহার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার দেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এবং দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়াও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, বিএনপি’র বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ আরও অনেক নেতৃবৃন্দ।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর হেলাল, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এছাড়াও, এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও এর অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে ‘আমরা বিএনপি পরিবার’ গুম, খুন এবং গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করেছে, যা দলটির সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গুম, খুনের শিকার ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের মাঝে রমজান মাসের শুরুতেই ঈদ উপহার দেওয়া হয়। প্রায় ১২০০ পরিবারের মাঝে ‘ঈদ উপহার সামগ্রী’ পৌঁছে দেওয়া হয়। এবার এ সংখ্যা আরো বেড়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত