কিউইদের কাছে আবারও হারল পাকিস্তান

| আপডেট :  ১৮ মার্চ ২০২৫, ০১:৪৮  | প্রকাশিত :  ১৮ মার্চ ২০২৫, ০১:৪৮

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নতুন যুগের টি-টোয়েন্টি দল গঠন করেছে পাকিস্তান। কিন্তু নিউজিল্যান্ড সফরে সেই নতুন অধ্যায়ের শুরুটা হয়েছে একেবারে হতাশাজনক। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচেও একই পরিণতি পাকিস্তানের। দ্বিতীয় সারির কিউই দলের কাছে এবারও ৫ উইকেটে হেরে গেল পাকিস্তান। এতে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

মঙ্গলবার (১৮ মার্চ) ডানেডিনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হার দেখেছে সফরকারী পাকিস্তান। বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ১৩৫ রানের পুঁজি গড়েছিল সালমান আলি আগার নেতৃত্বাধীন দলটি। জবাবে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের ঝোড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

এদিন টস জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। শুরুতে ব্যাট করতে নেমে কিছুটা এলোমেলো ছিল ম্যান ইন গ্রিনদের ইনিংস। প্রথম ম্যাচের মতো রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হাসান নওয়াজ৷ আরেক ওপেনার মোহাম্মদ হারিস ইনিংস বড় করতে পারেননি। ১০ বলে ২ বাউন্ডারিতে ১১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।

সতীর্থদের নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসার মিছিলে একপ্রান্তে আগলে রেখেছিলেন অধিনায়ক সালমান আগা। যদিও ব্যক্তিগত ফিফটির আগেই থেমে যায় তার ইনিংস। দশম ওভারে কিউই পেসার বেন সিয়ার্সের বলে মার্ক চ্যাপম্যানের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। এর আগে ২৮ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলেন পাকিস্তানের নতুন এই অধিনায়ক।

শেষ দিকে শাদাব খানের ১৪ বলে ২৬, আব্দুল সামাদের ৭ বলে ১১ এবং শাহিন শাহ আফ্রিদির ১৪ বলে অপরাজিত ২২ রানের ক্যামিওতে লড়াই করার মতো সংগ্রহ পায় সফরকারীরা। নিউজিল্যান্ডের হয়ে চারজন বোলার নিয়েছেন দুটি করে উইকেট। সবচেয়ে উজ্জ্বল ছিলেন জ্যাকব ডাফি—৩ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট। বেন সিয়ার্স, জিমি নিশাম ও ইশ সোধিও পান সমান উইকেট।

জবাবে দুর্দান্ত শুরু করে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি, প্রথম ওভারে দেন মেডেন। তবে এরপর ম্যাচের রাশ চলে যায় কিউইদের হাতে। দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের ছক্কা বৃষ্টিতে পাওয়ার প্লের পাঁচ ওভারে কিউইরা তোলে ৬৬ রান। ২২ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৫ রান করেন সেইফার্ট ও অ্যালেনের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১ চার ও ৫ ছক্কায় ৩৮ রানের ইনিংস।

এরপর মার্ক চ্যাপম্যান (১), ড্যারিল মিচেল (১৪) ও জিমি নিশাম (৫) দ্রুত ফিরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিচেল হে ও ব্রাসওয়েল জুটি। ১৬ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন হে। ২ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। বোলিংয়ে হারিস রউফ ২ উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান মোহাম্মদ আলী, জাহানদাদ খান ও খুশদিল শাহ।

ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচসেরা নির্বাচিত হন উইকেটকিপার ব্যাটার টিম সেইফার্ট। টানা দুই ম্যাচে হারা পাকিস্তানের সামনে এখন সিরিজ রক্ষার চ্যালেঞ্জ। অকল্যান্ডে আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়েন্টি। বাকি দুটি ম্যাচ ২৩ ও ২৬ মার্চ যথাক্রমে মাউন্ট মঙ্গানুই এবং ওয়েলিংটনে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত